আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সালথায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সালথা থানার তদন্ত ওসি কেএম মারুফ হাসান রাসেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ৪ বিজয়ী নারীকে সম্মাননা প্রদান করা হয়।
কেকে/ এমএস