বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ৯টি শাখা কমিটি গঠন করেছে। মাওলানা মাহমুদুল হাসানকে কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও তাজুল ইসলামকে সেক্রেটারী করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা কমিটির দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিয়ন শাখায় এ কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন নায়েবে আমীর আফতাব উদ্দিন ও মাওলানা বদিউজ্জামান, অফিস সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ওলামা সেক্রেটারী মাওলানা শিহাবউদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, যুব-ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম, শুরা সদস্য মাওলানা শফিউল্লাহ ও মাওলানা আমিনুল ইসলাম।
একই সেশনের জন্য মাওলানা আমিমুল ইহসানকে আমীর ও আনিসুর রহমানকে সেক্রেটারী করে কালীগঞ্জ পৌরসভায় ৭ সদস্য বিশিষ্ট কমিটি, মাওলানা শাহজাহান শেখকে আমীর ও মাওলানা আব্দুল আজিজকে সেক্রেটারী করে মোক্তারপুর ইউনিয়নে ৯ সদস্য বিশিষ্ট কমিটি, হাফেজ কামরুল ইসলামকে আমীর ও তোফায়েল আহমেদ মোল্লাকে সেক্রেটারী করে জামালপুর ইউনিয়নে ৯ সদস্য বিশিষ্ট কমিটি, মাওলানা মুজিবুর রহমানকে আমীর ও মাওলানা সালাহউদ্দিন সিরাজীকে সেক্রেটারী করে বক্তারপুর ইউনিয়নে ৬ সদস্য বিশিষ্ট কমিটি, মফিজ উদ্দিনকে সভাপতি ও ইঞ্জিনিয়ার রেজাউল ইসলামকে সেক্রেটারী করে তুমিলিয়া ইউনিয়নে ৮ সদস্য বিশিষ্ট কমিটি, আবুল বাশারকে সভাপতি ও আবুল হাসনাতকে সেক্রেটারী করে নাগরী ইউনিয়নে ৬ সদস্য বিশিষ্ট কমিটি এবং হাফেজ নজরুল ইসলামকে সভাপতি ও সোহরাব হোসেনকে সেক্রেটারী করে বাহাদুরসাদী ইউনিয়নে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কেকে/এমএস