মিরসরাইয়ে প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সাড়ে ৮ লাখ টাকার ১২০ মন মাছ চুরি করে নিয়ে গেছে চোর চক্র। উপজেলার ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামে শনিবার রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে।
রোববার (৮ ডিসেম্বর) রাতে মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত ১টার দিকে ইছাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামে মফিজুল ইসলাম মিল্টনের ইজারাকৃত পুকুরের নিরাপত্তা প্রহরী জামাল উদ্দিন ও সোহাগকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জিম্মি ও মারধর করে চোর চক্র ১০-১৫ জন জেলে দিয়ে পুকুরে জাল ফেলে রুই, তেলাপিয়া, কাতলা, ব্রিগেড, কালি বাউশ, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ৪ পিকআপ প্রায় ১২০ মন মাছ চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।
এসময় ১টি ব্যাটারিসহ সোলার প্যানেল ও ৯০ লিটার ডিজেল চুরি করে নিয়ে যায়। এছাড়া চোরেরা প্রহরী জামাল উদ্দিন ও সোহাগের মোবাইলের ব্যাটারী খুলে নিয়ে যায়, যাতে তারা পুকুর মালিকের সাথে কোনপ্রকার যোগাযোগ করতে না পারে। পরে রোববার সকালে পুকুর মালিক মফিজুল ইসলাম মিল্টন ঘটনাস্থলে গিয়ে চুরির বিষয়ে অবগত হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন জানান, আমি দীর্ঘদিন যাবত বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছি। হঠাৎ শনিবার রাতে আমার ইজারাকৃত পুকুরে কর্মরত প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে প্রায় সাড়ে ৮ লাখ টাকার মাছসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এই ঘটনায় চুরির সাথে সম্পৃক্ত মামুন, হেলাল, রহিম, তারেক, জহুরুল হক প্রকাশ দরবেশ, মফিজুল হক প্রকাশ ঠমক্যাসহ আরও অজ্ঞাত ৮-১০ জনকে বিবাদী করে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ (নং-২৬৮১) দায়ের করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাছ চুরির ঘটনায় মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/এজে