শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      
গ্রামবাংলা
মিরসরাইয়ে সাড়ে ৮ লাখ টাকার মাছ চুরি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৮ পিএম  (ভিজিটর : ৪৫)
ফাইল ছবি

ফাইল ছবি

মিরসরাইয়ে প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সাড়ে ৮ লাখ টাকার ১২০ মন মাছ চুরি করে নিয়ে গেছে চোর চক্র। উপজেলার ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামে শনিবার রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে।

রোববার (৮ ডিসেম্বর) রাতে মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত ১টার দিকে ইছাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামে মফিজুল ইসলাম মিল্টনের ইজারাকৃত পুকুরের নিরাপত্তা প্রহরী জামাল উদ্দিন ও সোহাগকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জিম্মি ও মারধর করে চোর চক্র ১০-১৫ জন জেলে দিয়ে পুকুরে জাল ফেলে রুই, তেলাপিয়া, কাতলা, ব্রিগেড, কালি বাউশ, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ৪ পিকআপ প্রায় ১২০ মন মাছ চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

এসময় ১টি ব্যাটারিসহ সোলার প্যানেল ও ৯০ লিটার ডিজেল চুরি করে নিয়ে যায়। এছাড়া চোরেরা প্রহরী জামাল উদ্দিন ও সোহাগের মোবাইলের ব্যাটারী খুলে নিয়ে যায়, যাতে তারা পুকুর মালিকের সাথে কোনপ্রকার যোগাযোগ করতে না পারে। পরে রোববার সকালে পুকুর মালিক মফিজুল ইসলাম মিল্টন ঘটনাস্থলে গিয়ে চুরির বিষয়ে অবগত হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন জানান, আমি দীর্ঘদিন যাবত বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছি। হঠাৎ শনিবার রাতে আমার ইজারাকৃত পুকুরে কর্মরত প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে প্রায় সাড়ে ৮ লাখ টাকার মাছসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এই ঘটনায় চুরির সাথে সম্পৃক্ত মামুন, হেলাল, রহিম, তারেক, জহুরুল হক প্রকাশ দরবেশ, মফিজুল হক প্রকাশ ঠমক্যাসহ আরও অজ্ঞাত ৮-১০ জনকে বিবাদী করে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ (নং-২৬৮১) দায়ের করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাছ চুরির ঘটনায় মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জন্মদিনে যশের সঙ্গে দুবাইয়ে নুসরাত জাহান
কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
জুলাইয়ের ঘোষণাপত্রে আলেমদের অবদান উল্লেখ থাকতে হবে: আতাউর রহমান
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝