নওগাঁর নিয়ামতপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো পরিচালনার ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সাবেক সাংসদ ও উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী।
সোমবার (৯ ডিসেম্বর) নিয়ামতপুর সদর উপজেলা গেট এলাকায় পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন তিনি। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাইন, সাবেক ইউপি চেয়ারম্যান এমরান হোসেন ও স্থানীয় নেতাকর্মীরা।
ডা. ছালেক চৌধুরী বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা আমাদের মুক্তির দিশা।
কেকে/এএম