ঘড়ির কাঁটায় সকাল ৯টা। তখনও দেখা মিলেনি সূর্যের। কনকনে শীত উপেক্ষা করে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে হাজির হন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। কিন্তু দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অতিথিরা না আসায় শীতের মধ্যেই দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থীরা।
ঘটনাটি ঘটেছে সোমবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে।
জানা যায়, রোকেয়া দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন। সূচি অনুযায়ী সোমবার সকাল ৯টায় বেগম রোকেয়ার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন ও মেলা উদ্বোধন করার কথা ছিল। এতে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিভাগীয় কমিশনার মো. শহিদুল হকের। এছাড়াও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।
সকাল ৯টায় স্বাগত বক্তা ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন উপস্থিত হলেও অন্য অতিথিরা আসেন নি। সাড়ে তিন ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় গিয়ে তারা পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে কোমলমতি শিক্ষার্থীরা সকাল ৯টায় ফুল হাতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে। অনেকে চলেও যায়।
বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুবহা বলে, সকালে ফুল নিয়ে এসেছি। কিন্তু এখন পর্যন্ত দিতে পারিনি। অনেক ঠান্ডা লাগছে।
আরেক শিক্ষার্থী আদিবা জানায়, তিন ঘণ্টা ধরে অপেক্ষা করার পরও অনুষ্ঠান শুরু হয়নি। শীতে তাদের কষ্ট হচ্ছে।
এবিষয়ে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল সাংবাদিকদের বলেন, বিষয়টি দু:খজনক। তবে এখানে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকার নির্দেশনা দেয়া হয়নি বা আমাদের কোনো সিদ্ধান্ত ছিল না।এখানে ফুল দেয়ার বিষয়টি উন্মুক্ত।
আপনি সহ অতিথিদের না আসা পর্যন্ত স্মৃতি কেন্দ্রের গেট খুলে দেয়া হয়নি কেন সাংবাদিকদের এমন প্রশ্নে জেলা প্রশাসক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
কেকে/এইচএস