পূবালী ব্যাংক সিলেট ফেঞ্চুগঞ্জ শাখার দ্বারোদঘাটন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ বাজারের নবনির্মিত ভবন জামান প্লাজায় এই শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক মো. আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী, এজিএম প্রদ্যুৎ কান্তি দাস, এজিএম উজ্জল হালদার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী সালেহ আহমদ চৌধুরী, ব্যবসায়ী মানিকুজ্জামান মিরন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ব্যবসায়ী মশিউল করিম, ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর ও মো. সাজিম হোসেন প্রমুখ।
কেকে/এমআই