শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ভারতীয় ৫৬ পিস কম্বলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। পরে তাদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে ভোররাত আড়াইটার দিকে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া কালিস্থান এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইগাতির হলদিগ্রাম বিজিবির টহল দল তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, হাবিলদার আব্দুস সবুরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ভারত সীমান্তঘেঁষা পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে চোরাই পথে আনা ৫৬ পিস ভারতীয় কম্বলসহ চাঁন মিয়া (৪২) ও সোহেল (৩০) নামে দুই চোরাকারবারীকে আটক করা হয়। চাঁন মিয়া নালিতাবাড়ীর সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং সোহেল শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে।
অভিযানে চোরাই কম্বল পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পট্রাকও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দকৃত মালামালসহ নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন।
কেকে/এএম