ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান যুক্তরাষ্ট্রে উপস্থাপক হিসেবে নতুন পথচলা শুরু করেছেন। গত জুলাই থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান, আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি। এবার তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জায়েদ খান জানান, ‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারব, বিষয়টি আমার জন্য আনন্দের।’
তিনি আরও বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবে আমি একদিকে খুব উত্তেজিত, অন্যদিকে নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করেন সেটি দেখার অপেক্ষায় আছি।’
এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জায়েদ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে না ফিরে তিনি বিদেশেই নিজের কর্মজীবনের নতুন দিক খুঁজে নিয়েছেন।
উল্লেখ্য, ২০০৬ সালে বড়পর্দায় অভিষেক হলেও জায়েদ খান বরাবরই পর্দার বাইরের নানা বিতর্ক ও কর্মকাণ্ডের জন্য আলোচনায় ছিলেন। কখনো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মন্তব্য করে, আবার কখনো ব্যক্তিগত কাণ্ডে তিনি হাসির খোরাক হয়েছেন।
কেকে/এএম