শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      
প্রিয় ক্যাম্পাস
শিক্ষার্থীদের অবমাননার অভিযোগে বশেমুরবিপ্রবি শিক্ষক
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৮ পিএম আপডেট: ০৯.১২.২০২৪ ৬:০১ পিএম  (ভিজিটর : ১০০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীর বাবা-মা কে বেয়াদব সহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আসলামের বিরুদ্ধে।

বিভাগীয় শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, মোহাম্মদ আসলাম শিক্ষার্থীদের সাথে সর্বদা খারাপ ব্যবহারের সাথে কথায় কথায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁর বিরুদ্ধে ক্লাস রুমে শিক্ষার্থীদের বাস্টার্ড বা জারজ, বেয়াদবের বাচ্চা, শুয়োরের বাচ্চা, জুতা দিয়ে পেটাবো ও লাত্থি মেরে বিল্ডিং থেকে ফেলে দেবো-সহ বিভিন্ন খারাপ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে । এমনকি তাঁর বিরুদ্ধে ছেলে শিক্ষার্থীর পাশাপাশি নারী শিক্ষার্থীদের সাথেও খারাপ আচরণের অভিযোগ রয়েছে।

গালিগালাজ এবং খারাপ আচরণের পাশাপাশি মার্ক টেম্পারিং এর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । জানা যায় এক শিক্ষার্থী সেমিস্টার ফাইনালের ৬০ মার্কের পরীক্ষায় সবকটি প্রশ্নের উত্তর ভালো করে লিখে আসলেও তাকে ৬০-এ ২০ মার্ক দেন তিনি। এসময় ঐ শিক্ষার্থী এই বিষয়ে তার কাছে যেয়ে মার্ক ইনপুটের সময় ভুল হয়েছে কিনা যাচাইয়ের অনুরোধ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে বেয়াদবের বাচ্চা বলে গালিগালাজ করেন।

তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের ভুক্তভোগী বিভাগের প্রতিটি শিক্ষার্থী উল্লেখ করে চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন," তার ভয়ে কেউ প্রতিবাদতো দূরে থাক কেই কিছু বলতে পারে না। সে শিক্ষার্থীদের কথায় কথায় ভয় দেখায় পাশ করে বের হতে দিবে না। তিনি ক্লাসে কিছুর কিছু হলে শিক্ষার্থীদের তুই তুকারী করে গালিগালাজ করে। তিনি শিক্ষার্থীদের বলে পায়ের জুতার তলে নিয়ে পিষে ফেলবো বেয়াদব!

তিনি আরও বলেন, বিভাগের অন্য শিক্ষকরাও তার আচরণের বিষয়ে কিছু বলতে পারে না। তাদের সাথেও খারাপ আচরণ করে। আমরা কোথাও অভিযোগ করবো, কিন্তু তিনি আমাদের ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেবে এই ভয়ে অভিযোগ করার সাহস পায় না।

মাস্টার্সে পড়ুয়া এক নারী শিক্ষার্থী বলেন, উনি আমার সাথে যে আচরণ করেছেন তা একজন শিক্ষকতো দারে থাক সাধারণ মানুষও এমন আচরণ করে না। আমি অসুস্থ থাকার কারণে ক্লাস করতে না পারায় সে আমাকে বলে, তুমি অসুস্থ থাকো বা আর অন্য যে সমস্যা থাকুক তোমাকে ক্লাস করতে হবে।

মাস্টার্সে পড়ুয়া আরেক শিক্ষার্থী বলেন, তিনি ক্লাসে শিক্ষার্থীদের বাস্টার্ড পর্যন্ত বলেছে। জুতা দিয়ে পিটতে চাওয়ার মতো কথা বলেছেন। তিনি একটুর একটু হলে উত্তেজিত হয়ে যান। যদি কেউ ক্লাসে প্রশ্ন করে বা কোনো ভুল ধরিয়ে দেয় তিনি বলেন তুমি আমার থেকে বেশি বোঝো, আমি যা বলেছি সেটা দেখো।

সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম তার বিরুদ্ধে করা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা যেভাবে বলেছে আমি গালিগালাজ করেছি তা সঠিক নয়। তবে বিভিন্ন সময় শিক্ষার্থীরা বারবার অপরাধ করার ফলে আমি কিছু কথা বলেছি। তারা অনেক সময় আমার সাথে খারাপ আচরণ করেছে তার পরিপ্রেক্ষিতে উত্তেজিত হয়ে আমি হয়তো কিছু বলেছি। একজন শিক্ষাকের সাথে তাদের বার বার ফল্ট করলে আমি কিছু বলবো না? একজন শিক্ষার্থী যদি বারবার পরীক্ষায় অসৎ পথ অবলম্বন করে তাহলে তাকে এক্স ফেল কেন করানো হবে না?

শিক্ষার্থীদের অপরাধ শাসন করার জন্য হয়তো কিছু কথা বলেছি উল্লেখ করে তিনি আরও বলেন, আপনি আমার বিষয়ে বিভাগের সব শিক্ষার্থীর কাছে খোঁজ নেন আমি কেমন। শিক্ষার্থীদের বারবার বলার পরেও একই ফল্ট করলে আমি কিছু বলতে পারবো না? আমি শিক্ষার্থীদের শাসন করেছি, এর বেশি কিছু নয়। 

এই বিষয়ে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, আসলে এই ধরনের অভিযোগের বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবো। 

শিক্ষার্থীরা পাশ করে বের হতে পারবে না এমন হুমকির জন্য তারা অভিযোগ দিতে সাহস পাচ্ছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোগ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া যায় কি-না প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ধরনের নিয়ম বিশ্ববিদ্যালয়ে নেই আমি যতটুকু জানি। শিক্ষার্থীরা সুনির্দিষ্ট ভাবে অভিযোগ করলেই আমরা পদক্ষেপ নিতে পারি।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  বশেমুরবিপ্রবি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
জীবননগর সীমান্তে ৬৬লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
অভিনেত্রী নিপুণকে সিলেট বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝