ডোমারে ট্রাকের ধাক্কায় নিহত পিতা, আহত পুত্র
আব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:২৮ পিএম (ভিজিটর : ২৩৮)
প্রতীকী ছবি
নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সেলিম (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার শিশু সন্তান শাহরিয়ার (০৯)।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টায় ডোমার-দেবীগঞ্জ সড়কের পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম বোড়াগাড়ী ইউনিয়নের কাকতলী এলাকার মৃত সলেমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেল যোগে ছেলে শাহরিয়ারকে নিয়ে বাড়ী ফিরছিলেন সেলিম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে বাবা ও ছেলে ছিটকে পড়ে যান। এ সময় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সেলিম এবং আহত শিশু শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। স্থানীয়রা এ সময় ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যান চালক। পুলিশ মরদেহ থানায় নিতে চাইলে স্থানীয়রা মরদেহটি নিহতের বাড়ীতে নিয়ে যান।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/এমআই