টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালত্বলা চত্বরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তালত্বলা চত্বরে একত্রিত হয়ে পূর্ব ঘোষণা অনুসারে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করে।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল নিয়ে তালত্বলা চত্বরে আসার পথে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পিছু হটে পোস্ট অফিসের সামনে উপজেলা ছাত্রদলের নাঈম শিকদার নামে এক কর্মীকে পিটিয়ে গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ৫ জন আহত হয়।
পরে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
গত ৭ ডিসেম্বর (শনিবার) কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী তার বাসভবনে বর্ধিত সভায় উপজেলা বিএনপির কর্মীদের কটাক্ষ করে বক্তব্যে দিলে তার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর অশালীন বক্তব্যের অভিযোগ এনে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা আজ (সোমবার) সকালে একটি মিছিল করার চেষ্টা করে।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকির হোসেন খোলা কাগজের প্রতিনিধিকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে অলিগলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
কেকে/এজে