বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেলসহ সমন্বয়কদের গাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা মুনা, তরিকুল ইসলাম পিয়াস, জিসান আলম, নিরব রায়হান, আলমগীরসহ ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, হামলার ঘটনায় জড়িত ও ইন্ধন দাতাদের ৪৮ ঘন্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় বৃহতত্তর আন্দোলন কর্মসূচি ঘোষনার আল্টিমেটাম দেন তারা।
প্রসঙ্গত, ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে রোববার রাত ২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় হামলার শিকার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিবসহ সমন্বয়করা।
কেকে/এমআই