‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দূর্নীতিবিরোধী এর সভাপতি মো. তাইবুল ইসলাম (শোভন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. ফাহিমা বিন আখতার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
কর্মসূচির মাধ্য ছিল দৃশ্যমান উপজেলা ভবনের সামনে দুর্নীতিবিরাধী বাণী সম্বলিত পোষ্টার, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, নতুন বাংলাদেশে ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, আইনের পাশাপাশি পারিবারিক ও নৈতিক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আগামী প্রজন্ম দুর্নীতি মুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাইবুল ইসলাম (শোভন), দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে, আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে।
কেকে/এএম