শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু      অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব: রিজওয়ানা হাসান      কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      
গ্রামবাংলা
আন্দোলনে নিহত হাফেজ সোলাইমানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৭ পিএম আপডেট: ০৯.১২.২০২৪ ৯:৪৪ পিএম  (ভিজিটর : ১৪১)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফেজ সোলাইমানের কবর। ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফেজ সোলাইমানের কবর। ছবি: প্রতিনিধি

পরিবারের বাঁধায় ময়না তদন্তের জন্য উত্তোলন করা যায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফেজ সোলাইমানের মরদেহ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসা এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ তুলতে গেলে তাকে বাধা দেওয়া হয়।

হাফেজ সোলাইমান গত ৫ আগষ্ট দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে গুলিতে নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় নিহতের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সিআইডিকে মামলাটির তদন্তভার দেয়া হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, আদালতের আদেশে সোমবার সকালে মাদানীনগর কবরস্থানে আসেন তদন্তকারী সংস্থা অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক হাসিনা বেগম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান। খবর পেয়ে কবরস্থানে ছুটে আসেন হাফেজ সোলাইমানের পরিবারের সদস্যরা। তারা লাশ তুলতে বাধা দেন। পরে বিষয়টি আদালতের মাধ্যমে দুদিনের মধ্যে সুরাহা করার সিদ্ধান্ত শেষে লাশ না তুলেই চলে যায় সিআইডির প্রতিনিধি দল।

ঘটনাস্থলে উপস্থিত মামলার বাদী শামীম কবীর জানান, মামলাটির তদন্তকারী সংস্থা সিআইডি আমাদের সাথে আগে যোগাযোগ করেছিল মরদেহ উত্তোলনের জন্য। আমরা বরাবরই মরদেহ উত্তোলনের বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলাম। কিন্তু আজকে যে তারা আদালতের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করে মরদেহ উত্তোলনের জন্য আসছে সেটা আমাদের জানা ছিলো না।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে আদালতের মাধ্যমে বিষয়টি এগিয়ে নেয়ার কথা জানান। মরদেহ উত্তোলন ছাড়া যদি কোন প্রক্রিয়া থাকে তবে আমরা মামলা চালিয়ে যাবো। আর যদি মরদেহ উত্তোলনই করতে হয় তাহলে আমরা মামলাটি আর চালাবো না, প্রয়োজনে প্রত্যাহার করে নিবো মামলা।

এ বিষয়ে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। তাই আমরা তাদেরকে সময় দিয়েছি। উনারা আদালতে যাবেন। আদালতের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক হাসিনা বেগম জানান, নিহত সোলাইমানের পরিবার মরদেহ উত্তোলনে রাজী নয়। তাই তারা সময় চেয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে সমাধানের জন্য তাদের সময় দেয়া হয়েছে।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   লাশ উত্তোলনে আপত্তি   সিআইডি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু
লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিলনমেলা
বাড়ন্ত শিশুর রিকেট কেন হয়
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান
শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের আসর

সর্বাধিক পঠিত

ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড
কাউনিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝