জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর ৫ম তলায় উইমেন পিস ক্যাফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উইমেন পিস ক্যাফের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং সহকারী পরিচালক স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স মোছা. আদিবা আক্তার।
পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান, চিফ মেন্টর উইমেন পিস ক্যাফে, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ এবং মো. সাইফুল ইসলাম মেন্টর, উইমেন পিস ক্যাফে, সহকারী অধ্যাপক পপুলেশন সাইন্স বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাসুদুর রহমান বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা নারী অধিকার, নারী স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, গনতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা, বৈচিত্র্য, নেতৃত্ব, ও সহনশীলতাসহ সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসব কাজের মাধ্যমে শিক্ষার্থীরা অধিকার সচেতন হচ্ছে, দক্ষ নেতৃত্বে পরিণত হচ্ছে যা তাদের পরবর্তী জীবনে কাজে দিবে।
উল্লেখ্য, উইমেন পিস ক্যাফে ২০১৯ সালের ২৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
কেকে/এইচএস