ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাক চাঁপায় নিহত হয়েছে দুই বন্ধু। এসময় আহত হয়েছে তাদের আরেক বন্ধু।
সোমবার (৯ ডিসেম্বর) ৮ টার দিকে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গা নগরকান্দা সীমান্তবর্তী নাগারদিয়া নামক স্থানে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরযশোরদী গ্রামের হাবিব সরদারের পুত্র তাজিম সর্দার (২২) ও পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের পুত্র শাওন মাতুবের( ২৫)। এ ঘটনায় আহত হয়েছে বড়দিয়া গ্রামের মিজানুর রহমানের পুত্র খালিদ শেখ (১৮)।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিদ জুবায়ের নাদিম জানান, রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় দু,জন নিহত হয়েছে। একজন আহত হয়েছে। তকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং একজনকে হাসপাতাল আনার সময় মারা গেছে। আহতকে ঢাকা পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকি জানান, ভাঙ্গার পাশে নাগারদিয়া নামক স্থানে দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছাই। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতাল আনার পথে আরেকজন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছে, একটি ট্রাক সাইকেলের ৩জনকে চাঁপা দিয়ে ট্রাকটি ভাঙ্গার দিকে চলে যাইতে দেখা গেছে। একজন গুরুতর আহত হইছে। তাকে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।
কেকে/এমএস