বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া      রাজউকের প্লট নিয়ে শেখ হাসিনার পরিবারের ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক      রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত      রংপুরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা এসপি শাহজাহানের শাস্তি দাবি      জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই: সারজিস      দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি      মোবাইল-মানিব্যাগ নিজ দায়িত্বে রেখে পুলিশকে সহযোগিতার অনুরোধ      
খেলাধুলা
মেসির হ্যাটট্রিকে মায়ামির নতুন ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১১:০৫ এএম  (ভিজিটর : ১০৪)
লিওনেল মেসি

লিওনেল মেসি

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি দিনদিন যেন আরও তরুণ হয়ে ফিরছেন। গত সপ্তাহেই জাতীয় দলের জার্সিতে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। আর এবার সেই ছন্দ ধরে রাখলেন ক্লাবের হয়েও।

ইন্টার মায়ামির জার্সিতেও যেন পুরানো রূপেই ফিরলেন ৩৬ বছর বয়সী এই ফুটবল তারকা। রোববার মাত্র ১২ মিনিটের মাথায় মেসির হ্যাটট্রিকে ৬-২ গোলে নিউ ইংল্যান্ড রিভলিউশনকে হারিয়েছে মায়ামি। এক মৌসুমে মেজর লিগ (এমএলএস) সকারে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে দলটি।

এই জয়ে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে জেরার্দো টাটা মার্টিনোর দলটি। ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৪, যেখানে রয়েছে ২২টি জয় ও ৮টি ড্রয়ের সঙ্গে ৪ ম্যাচে হার। এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল এই ম্যাচের প্রতিপক্ষ রেভোল্যুশনের। তাদের ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে এমএলএসে নতুন রেকর্ড গড়লেন মেসি-সুয়ারেজরা।

যদিও ম্যাচের শুরুতে দাপট ছিল নিউ ইংল্যান্ডের। দ্বিগুণ লিড নিয়ে তারা একপ্রকার স্বাগতিক মায়ামিকে চেপে ধরেছিল। দ্বিতীয় মিনিটে লুকা ও ৩৪ মিনিটে দিলান গোল করে নিউ ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে লিড এনে দেন। প্রথমার্ধেই সেগুলো শোধ করে মায়ামি। ম্যাচের ৪০ ও ৪৩ মিনিটে দারুণ দুটি গোলে দলকে সমতায় ফেরান উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। তার জোড়া গোলে সমতায় ফেরে টাটা মার্টিনো শিষ্যরা। এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

৫৭ মিনিটে বেঞ্চ থেকে মেসিকে মাঠে নামান কোচ টাটা মার্টিনো। বেঞ্জামিনের গোলে পরের মিনিটে লিড নেয় তারা। ৭২ মিনিটে সমতায় ফিরেছিল নিউ ইংল্যান্ড। কিন্তু ভিএআর রিভিউ দেখে তা বাতিল করে দেন রেফারি। ম্যাচের ৭৮ মিনিটে বক্সের বাইরে থেকেই কোনাকুনি শটে গোল করেন মেসি। দুই মিনিট পর দ্বিতীয় গোলটি করেন ৩৭ বছর বয়সী তারকা। ৮৯ মিনিটে সুয়ারেজের ক্রসকে ফিনিশিং দেন মেসি। এ নিয়ে লিগে এবারের মৌসুমে ১৯ ম্যাচে ২০ গোল করলেন মেসি।

এর আগে কোপা আমেরিকা ফাইনালে গোড়ালির আঘাতের কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিলেন মেসি। গত মাসেই মাঠে ফেরেন তিনি। এবার টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন, ফিটনেসে ফিরে এসেছে এই ফুটবল জাদুকর।

ম্যাচ শেষে মেসির শারীরিক অবস্থা নিয়ে মায়ামির কোচ মার্টিনো বলেছেন, ‘বড় একটা চোটের পর তার সেরে ওঠা এবং আবার দলের সঙ্গে যুক্ত করা নিয়ে আমাদের সতর্ক থাকতে হয়েছে। জাতীয় দল এবং আমরাও এটা নিয়ে খুব সতর্ক ছিলাম।’

মার্টিনো এরপর যোগ করেন, ‘আমার মনে হচ্ছে যে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টার মুখোমুখি হওয়ার আগে তাকে আমরা আদর্শ শারীরিক অবস্থায় পেয়েছি।’

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  লিওনেল মেসি   ইন্টার মায়ামি     
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলার নেতৃত্বে পুনরায় সোহেল—শামছুল হুদা
লোহাগাড়া ইসলামি ছাত্র মজলিসের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
লামায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও ভয় পায় মানুষ: ডিসি মাহমুদুল হক
বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সঙ্গী বাংলাদেশ

সর্বাধিক পঠিত

রাতে জ্বলে না সড়ক বাতি, নিরাপত্তার ঝুঁকিতে পৌরবাসী
রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত
‘শহিদদের স্বপ্নের ক্যাম্পাস গড়ুন অথবা দায়িত্ব ছেড়ে দিন’
নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
নীলসাগর গ্রুপের আয়োজিত এসপিএল ফাইনালে চ্যাম্পিয়ন শাহীপাড়া ক্যাপিটালস

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝