শনিবার, ১৫ মার্চ ২০২৫,
১ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ১৫ মার্চ ২০২৫
শিরোনাম: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দুপুরে বিএনপির বৈঠক      টার্গেট কিলিংয়ের পথে হাঁটছে ‘র’      ধর্ষণকাণ্ডের শেষ কোথায়      নিরাপত্তা নিশ্চিত করতেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে      রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব      উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব      গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস      
আন্তর্জাতিক
ভারতে কালী মন্দিরে হামলা বাংলাদেশে বলে প্রচার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২:৪৩ পিএম  (ভিজিটর : ১১৫)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ রাজ্যে কালী দেবীর বিসর্জনের একটি ভিডিওকে বাংলাদেশের একটি মন্দিরে হামলা হিসেবে ভারতের এক গণমাধ্যম ভুলভাবে প্রচার করেছে বলে দাবি করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্ট ওয়াচ’।

ফ্যাক্ট ওয়াচ জানিয়েছে, সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আরটি ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয় এবং বলা হয়, এটি বাংলাদেশের একটি কালী দেবীর মন্দিরে হামলার ঘটনা। কিন্তু প্রকৃতপক্ষে ওই ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কালী দেবীর বিসর্জনের ভিডিও বলে ফ্যাক্ট ওয়াচ নিশ্চিত হয়েছে।

ফ্যাক্ট ওয়াচের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির প্রকৃত ঘটনা সনাক্ত করতে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের অধীনস্থ এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্ট ওয়াচ ভিডিওটির বিভিন্ন ‘কী-ফ্রেম’ ব্যবহার করে একটি অনুসন্ধান চালায়।

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিনোদ ঘোষ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুর গ্রামে শতাব্দী প্রাচীন কালীপূজোতে প্রাচীন রীতি অনুযায়ী, প্রতি ১২ বছরে গ্রামের পুরোহিতরা প্রথমে ১৩ ফুট লম্বা কালী দেবীর  মূর্তির ছোট ছোট আঙুল ভাঙেন, তারপর গ্রামের সাধারণ মানুষেরা মূর্তির বাকি অংশ ভেঙে একে একে বিসর্জন দেন।’

ফ্যাক্ট ওয়াচ তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, ‘বিসর্জনের পর একটি নতুন মূর্তি তৈরি করা হয় এবং তা পরবর্তী ১১ বছর ধরে পূজা করা হয়।’

এই উৎস থেকে ফ্যাক্ট ওয়াচ দল আরও কিছু চিত্র এবং ভিডিও খুঁজে পায়, যা এই ধর্মীয় অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। সেখানে দেখা যায় যে বিপুল সংখ্যক মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ ও উদযাপন করছেন।

পরবর্তীতে দ্য ডেইলি স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনেও একই রকম তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, এই প্রথাটি ৬০০ বছরের পুরনো। প্রথমদিকে গ্রামের কামার সম্প্রদায় (বঙ্গের কর্মকার জাতির সমতুল্য) এই পূজো পালন করত, পরবর্তীতে তারা দায়িত্বটি মণ্ডল পরিবারকে হস্তান্তর করে।

অন্যদিকে, গুগল স্ট্রিট ভিউতে কালী দেবীর মন্দিরের দৃশ্য এবং ফেসবুক ভিডিওর সাথে তুলনা করে নিশ্চিত হওয়া যায় যে মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গের সুলতানপুর গ্রামে অবস্থিত, বাংলাদেশে নয়। এ ছাড়াও, সেখানে কোনও হিন্দু ভক্ত নিহত হওয়ার মতো কোনও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদনটির শেষে বলা হয়েছে, ‘সুতরাং, সব দিক বিবেচনা করে ফ্যাক্ট ওয়াচ ভাইরাল পোস্টটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।’

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাঞ্ছারামপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দুপুরে বিএনপির বৈঠক
ছাতকে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের চেষ্টা, বখাটের বাড়িঘর ভাঙচুর
টার্গেট কিলিংয়ের পথে হাঁটছে ‘র’
নেশার টাকা দিতে না পারায় ছেলের হাতে মা খুন

সর্বাধিক পঠিত

জামালপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসককে বিএনপি নেতার হুমকি
সাইক্লিস্টের সামাজিক মর্যাদা নিশ্চিত হোক
ইভটিজিংয়ের অভিযোগ করায় স্কুলছাত্রীর বাবাকে পিটিয়ে জখম, আটক ২
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
চাঁদপুরে অসহায় বৃদ্ধের বসতঘর ভেঙে নিল প্রতিবেশী

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close