সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানি ফুটবলার ওজিল      কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা      দেউলিয়া হওয়ার পথে ৫০ শতাংশ ভারতীয়        নিজেকে কারাগারে পাঠানোর আর্জি, জামায়াত আমিরের      ১৬ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান      পদত্যাগ করতে রাজি জেলেনস্কি      বড় রদবদলেও গতি নেই প্রশাসনে      
জাতীয়
মানুষের কল্যাণে কাজ করতে হবে: পার্বত্য উপদেষ্টা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২:৪৫ পিএম আপডেট: ১০.১২.২০২৪ ২:৫৫ পিএম  (ভিজিটর : ১০৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেছেন,  আপনাদের এম্পাওয়ারমেন্ট হওয়া দরকার। আপনাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। 

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য 'পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা' বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আপনাদের কর্ম অনুযায়ী আপনারা নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের সার্বিক উন্নয়ন আপনাদের হাতে। আপনারা জানেন, কোথায় কীভাবে কাজ করলে এই সমাজ উন্নতি হবে, সঠিক কাজটি বিধিসম্মতভাবে আপনারা করবেন। উপদেষ্টা বলেন, আপনাদেরকে সুসংহত হতে হবে।  

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, সরকারের  হ্যান্ডওভারকৃত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনার জন্য এই তিনদিনের প্রশিক্ষণের মাধ্যমে  পার্বত্য তিন জেলার জন্য প্রযোজ্য বিভিন্ন আইন, টেকসই উন্নয়ন, জেলার উন্নয়ন কৌশল এবং পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনার দিক নির্দেশনা সম্পর্কে ধারণা পাবেন আপনারা। হয়তোবা টিআর, জিআর ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে।

উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন কীভাবে হবে তা আপনাদের ভাবতে হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য শিক্ষা পদ্ধতির মান উন্নয়ন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন, পানির সমস্যা দুর করার মতো চ্যালেঞ্জগুলো আপনাদের নিতে হবে। রাষ্ট্রীয় আইন কানুনগুলো ভালোভাবে অবহিত হয়ে, আপনাদের কর্মকান্ড পরিচালনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, এনডিসি, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, এনডিসি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, কাজল ত্রিপুরা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামাল লুসাই প্রমুখ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণের উদ্বোধনী দিনে জেলা পরিষদের আইন, বিধি ও প্রবিধান সম্পর্কিত সম্পদ ব্যক্তি হিসেবে প্রজেকশন উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:   সুপ্রদীপ চাকমা   পার্বত্য উপদেষ্টা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানি ফুটবলার ওজিল
কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা
বই মানুষের মনের ক্ষুধা মেটায়
দেউলিয়া হওয়ার পথে ৫০ শতাংশ ভারতীয়
নিজেকে কারাগারে পাঠানোর আর্জি, জামায়াত আমিরের

সর্বাধিক পঠিত

পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ
শ্রীমঙ্গলে সাতপীরের ভুয়া মাজার নিয়ে প্রতারণার অভিযোগ
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝