নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে মোবারক হোসেন ও বিল্লাল মিয়া নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া মোবাইলগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান বলে জানান ওসি।
কেকে/এমএস