কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় আলী আকবরী এলাকায় নাহার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে
নিহত সিএনজি চালক কালু মিয়া (৪২) কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা এবং নিহত যাত্রী মো. হেলাল উদ্দিন (৪৯) বালুরচর গ্রামের বাসিন্দা। আহত মো. রুবেল মিয়া (৫০) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ভোরে ঘন কুয়াশার কারণে মাইক্রোবাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক এবং এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অন্য যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসের কোনো আরোহীকে পাওয়া যায়নি। সংঘর্ষে উভয় গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
নিহত হেলাল উদ্দিনের ভাই আবুল কালাম বলেন, আমার ভাই চট্টগ্রামে জুতার ব্যবসা করতো। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যায়। সিএনজি চালক কালু মিয়ার ফুপাতো ভাই মোহাম্মদ আলী বলেন, কালু ভৈরব থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক আমিরুল বাহার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করেছে। ভৈরব হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পর কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্থানীয়দের মতে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
কেকে/এএম