শহিদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। এক সময়ের জনপ্রিয় এই তারকা ফ্যাসিস্টের দালালির যেন টেন্ডার নিয়েছিলেন। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ থেকে নিয়েছে নানা রকম সুবিধা। সম্প্রতি শেখ হাসিনার পতনের পরে বেরিয়ে আসে শমী কায়সারের কুকর্মের ইতিহাস। প্রাক্তন ই-ক্যাবের এই সভাপতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হয় মামলা।
সম্প্রতি সেই মামলায় আটক হন শমী। তবে এবার হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত অভিনেত্রী শমী কায়সারের জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এমন আদেশ দেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন সময়ে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ইশতিয়াক।
সে মামলায় শমী কায়সারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রিমান্ড শেষে শমী কায়সারকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত।
কেকে/এএম