মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলো- গজারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উল্লাহ (৭২), ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামের শাহ আলমের ছেলে পলাশ গাজী (৩৮), একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনে চার ছেলে মোয়াজ্জেম হোসেন (৬৫), ফেরদৌস সরকার (৫৫), মানিক মিয়া (৫৪), সেলিম মিয়া (৫২), তিন ছেলে বউ শাহানুর বেগম (৪৫), পপি বেগম (৬০) ও ফারজানা বেগম(৫২)।
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় গজারিয়া থানা পুলিশ। এসময় মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা হত্যা মামলায় গজারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উল্লাহকে আটক করা হয়। একই দিনে ষোলআনী এলাকা থেকে এক কেজি গাঁজাসহ পলাশ গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অন্যদিকে ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে একটি পিটিশন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, আটককৃতদের মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এমআই