আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গুমের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবির পাশাপাশি আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবি জানিয়েছেন তারা।
সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়েল, পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আদনান আহমেদ রাজু প্রমুখ। এতে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কেকে/এইচএস