বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত ক্যান্সার, ডায়াবেটিস ও অন্ধত্ব প্রতিরোধকারী মিষ্টি আলুর বারি-১২, ১৭ ও ১৮ জাতের চারা কয়রায় একশো কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে বেসরকারি সংস্থা প্রদীপনের সহায়তায় এই বিতরণ কার্যক্রমে গবেষক মনোয়ার হোসেন জানান, নতুন জাতগুলোতে অ্যান্থোসায়ানিন, ভিটামিন-এ এবং বিটা ক্যারোটিনের আধিক্য রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বক ও চুলের জন্যও উপকারী।
উপকূলীয় লবণাক্ত জমিতে এই জাতের সফল চাষাবাদ করে গতবছর কয়রায় ১৩০ হেক্টর জমিতে মিষ্টি আলুর উৎপাদন হয়েছিল, যা খুলনার সর্বোচ্চ। স্থানীয় জাতের তুলনায় নতুন জাতগুলো রোগবালাই মুক্ত ও উচ্চফলনশীল।
কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মিষ্টি আলুর উৎপাদন খরচ কম এবং বাজারদর ভালো। ফলে কৃষকদের কাছে এটি লাভজনক ফসল হিসেবে জনপ্রিয় হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রদীপন খুলনার ঋণ সমন্বয়কারী মো. মনির হোসেন ও জেজেএস ইআরসিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এসএম হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
কেকে/এএম