ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি/২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা হল রুমে ২ কেজি করে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান। এ ছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. দেলোয়ার হোসেন খানসহ অন্যান্য কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ (শক্তি) ও স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমান বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ বিতরণ করা হচ্ছে। আশা করছি, কৃষকরা সঠিক পদ্ধতিতে চারা উৎপাদন করে ভালো ফলন পাবেন।
কেকে/এএম