রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ      এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন      গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       
গ্রামবাংলা
মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলনে অবহেলা
সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭:১৪ পিএম  (ভিজিটর : ২৫৯)
মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলনের অভাব।

মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলনের অভাব।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থাকা পতাকা মঞ্চে প্রতিদিন পতাকা উত্তোলনের পরিবর্তে রশি ঝুলন্ত অবস্থায় রয়েছে। স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে জাতীয় পতাকা আর উত্তোলন করা হচ্ছে না।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বিষয়টিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম অবমূল্যায়ন হিসেবে উল্লেখ করে অবিলম্বে এর সুরাহার দাবি জানিয়েছেন।

মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার বলেন, জাতীয় পতাকা আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতীক। এটি নিয়মিত উত্তোলন না করা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।

বাংলাদেশ সরকারের পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী, প্রতিদিন সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কিন্তু এ বিধান না মেনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই অবহেলা চোখে পড়ছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমাদের অফিস স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে হওয়ায় নিয়মিত পতাকা উত্তোলন করা হয় না। তবে এখন থেকে নিয়মিতভাবে উত্তোলন করা হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সাঈদ জানান, কখনো কখনো ভুলবশত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। তবে আমরা সাধারণত নিয়ম মেনেই কাজ করি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা বলেন, সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তাড়াইলে সাংবাদিককে কুপিয়ে জখম
শরীয়তপুরের বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সালথায় যুবকের লাশ উদ্ধার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close