সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের দুটি টহল ফাঁড়ির যৌথ অভিযানে অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের দায়ে মালামালসহ ৩৫ জেলেকে আটক করেছে। এরপর বন আইনে তাদের কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেয়া হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন রায়মঙ্গল নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভয়ারন্য এলাকায় একদল জেলে অবৈধভাবে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে লতাবেঁড়ী বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশিদ ও হলদেবুনিয়া বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা বঙ্গোপসাগর সংলগ্ন রায়মঙ্গল নদীতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৩৫ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত ৮টি নৌকা ও জালসহ আনুসঙ্গিক মালামাল।
আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে ইয়ার আলী, দেলোয়ার, আলামিন, শহিদ, হাবিবুল্যাহ, ময়নুদ্দীন, দ্বিনমোহাম্মাদ, আ. রহিম, করিম আলী ও ইশার আলীসহ ৩৫ জন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বনবিভাগের অনুমতি না নিয়ে অভয়ারন্য এলাকায় মাছ শিকারের দায়ে আটক করা হয়েছে। পরে তাদের বনআইনে (সিওআর) দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।
কেকে/এমআই