চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ দুই বালু মহালকে লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘উপজেলার জুঁইদন্ডী ও বরুমচড়া ইউনিয়নের অবৈধ বালু উত্তোলন ও সংরক্ষনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বরুমচড়ার মোহাম্মদ আবছার ও জুঁইদন্ডীর আব্দুল কুদ্দুসকে ৫০ হাজার করে মোট ১লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, ‘মোবাইল কোর্ট পরিচালনায় আনোয়ারা থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সগযোগিতা প্রদান করেছেন। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট এর কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।
কেকে/এমআই