বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে সহযোগিতা করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির সংযোজন পরিশ্রম কমানোর পাশাপাশি উৎপাদন বাড়িয়েছে। এ ধরনের উদ্ভাবনী কর্মকাণ্ড শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহায়ক হবে। এতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং দিনাজপুর কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা ড. মুহম্মদ শামসুল হুদা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএমপিই বিভাগের প্রকল্প পরিচালক এবং বারি, গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূরুল আমিন। সেমিনারে বেরোবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই আয়োজন কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবনী উদ্যোগকে আরো গতিশীল করার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কেকে/এএম