শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের তথ্য ভিত্তিহীন এবং বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়      অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক      
প্রিয় ক্যাম্পাস
আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৯:১২ পিএম  (ভিজিটর : ৮৬)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহিদদের স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আইন ও বিচার বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ৷

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুই দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

ফাইনাল খেলায় আইন বিভাগকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। 

ফাইনাল খেলা উপভোগ করে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। খেলা শুরুর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, খেলা হলো ভ্রাতৃত্বের প্রতীক, ঐক্যের প্রতীক। আজকের এই ফাইনাল খেলা দেখতে এসে দর্শকদের উপস্থিতি দেখে আমি বুঝতে পেরেছি বিশ্ববিদ্যালয় পরিবারে সবার মধ্যে সেই ঐক্য তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে একটা সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধের তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে অন্যান্য খেলা যেমন ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ সব খেলার টুর্নামেন্ট আয়োজন করা হবে। যখন যে খেলার সময় তখন সে খেলার আয়োজন করা হবে।

বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেন উপাচার্য।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম চ্যাম্পিয়ণ ট্রফি তুলে দেন বিজয়ী দল স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের হাতে এবং রানার আপ ট্রফি তুলে দেন বিজিত দল আইন ও বিচার বিভাগের হাতে।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। 

এসময় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুসদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা গত ২৫ নভেম্বর উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিটি গ্রুপে ৩টি করে বিভাগ নিয়ে মোট ৮টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই’
সোনারগাঁয়ে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
বাংলাদেশী কৃষকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝