সিলেটের দক্ষিণ সুরমায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রুস্তম আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিলাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গত সোমবার রাত ৩ টার দিকে মোগলাবাজার থানাপুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তিনি হাজিপুর গ্রামের আশখ আলীর ছেলে।
মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, রুস্তম আলীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্য নাশকতার একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়ে বিচারক কারাগারে প্রেরণের জন্য পুলিশকে নির্দেশ দেন।
কেকে/এইচএস