প্রতিবেশী দেশের সরাসরি সহাযোগিতায় গুম-খুনের রাজত্ব তৈরী করতে চেয়েছিলো খুনি হাসিনা দাবী করে জাতীয়তা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদলকে নিশ্চিহ্ন করার জন্য বেছে বেছে ছাত্রদলের নেতা-কর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। ছাত্রদলকে তাতে দমানো যায়নি বলেও জানান তিনি।
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মানবাধিকার সেল আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে মুক্ত আলোচনায় এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।
তিনি বলেন, জুলাই-আগস্টের বিজয় সাধন হয়েছে ছাত্রদলের রক্তের উপর দাঁড়িয়ে। ছাত্রদলসহ যাদের রক্তের উপর দাড়িয়ে আজকের এই অর্জন তাদের ভুলে যাওয়া চলবে না। ছাত্রদলের আগামী প্রজন্ম যাতে এই ইতিহাস জানতে পারে সে বিষয়ে সবাইকে কাজ করতে হবে। বিগত সতেরো বছরে মিডিয়া-সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত ছিল তাই সত্য প্রকাশ করা সম্ভব হতো না জানিয়ে রাকিবুল বলেন, এখন মিডিয়া মুক্ত তাই সত্য সবাইকে জানাতে হবে। ছাত্রদল আছে বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্ত পরিবেশ বিরাজ করছে। আলোচনা সভায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের বিগত দিনে সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবী করেন ছাত্রদল সভাপতি।
আলোচনায় বিগত আওয়ামী সরকারের দ্বারা গুম এবং গুম পরবর্তী হত্যার শিকার ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, গুমের মতো সংস্কৃতি চালু করেছিলো ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে বেছে বেছে বিএনপির নেতা-কর্মীকে গুম করিয়েছি ফ্যাসিস্ট হাসিনা। দেশের সাধারণ মানুষকে ভয় দেখাতে বিরোধীদলের নেতা-কর্মীকে গুম করানো হতো বলেও জানান তিনি। সে সময় বর্তমান সরকারের কাছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিচার দাবি করেন তাহসিনা রুশদীর লুনা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে ছাত্ররাজনীতি বন্ধ না হয় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন তিনি।
এ সময় অন্যান্য বক্তারা ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার ভাবনা ও ছাত্রসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বিগত পনেরো বছরে বাংলাদেশে স্বৈরাচার দ্বারা গুম-খুনের বিচার করতে হবে। জিয়া পরিবারের উপর অত্যাচারের বর্ণনা করে বক্তারা বলেন, জুলাই-আগস্টে অর্জিত স্বাধীনতা যাতে বিলিন হয়ে না যায় সে বিষয়ে ছাত্রদলকে সজাগ থাকতে হবে।
আলোচনা শেষে বিগত পনেরো বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যা নিয়ে করা আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন বক্তারা।
কেকে/এজে