গাজীপুরের কালীগঞ্জে শেষ হয়েছে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ। কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রশিক্ষণ সনদ বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ শেষ হয়।
এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-এ-এলাহী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা মো. আবু সামা, বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইলোরা পারভীন ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আল শাহরিয়ার রমজান।
জানা গেছে, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের (বারটান অংগ) বাস্তবায়ন করেন। গত সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে পৃথক দুটি স্থানে ৬০ জন অংশগ্রহনকারী নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ জন কৃষক-কৃষাণী এবং উপজেলা ব্যানবেইজে ৩০ জন এসএএও, স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী।
কেকে/এমএস