শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে      তিন বিভাগে ৩ দিন বজ্রবৃষ্টির আভাস      খিলগাঁওয়ে স-মিলে আগুন      মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন: ড. ইউনূস      ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্য চাই’      রাসূল (সা.) এর কটুক্তিকারীর শাস্তির দাবিতে গোবিপ্রবিতে বিক্ষোভ      বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত সচিব তপন কুমার      
গ্রামবাংলা
বদরগঞ্জে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নির্বাচন স্থগিতের দাবি ভুক্তভোগী সাধারণ সদস্যদের
হাসান আল সাকিব
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৩ পিএম  (ভিজিটর : ২৫৯)
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সমবায় আইন ও বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে নিজের খেয়ালখুশিমত কার্যক্রম পরিচালনা করে সাধারণ সদস্যদের হয়রানি করার অভিযোগ উঠেছে। এবিষয়ে সমিতির সাধারণ সদস্যরা বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, বদরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা ও জেলা সমবায় কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ২ ফেব্রুয়ারি ২০০৯ সালের সমবায় রেজিস্ট্রেশন নং- ০৯/০৯ এর আওতায় পরিচালিত হয়ে আসলেও বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মদদপুষ্ট একটি গোষ্ঠী নির্বাচন ছাড়াই ঘরোয়া মিটিংয়ের মাধ্যমে রেজুলেশন করে পকেট কমিটির মাধ্যমে সাধারণ সদস্যদের মতামতকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশিমত এই সংগঠনটিকে  পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় লোন গ্রহনের সময় সদস্যগনের নিকট হতে বাধ্যতামুলক স্বাক্ষরযুক্ত ফাঁকা পূর্ন চেকবহি জমা নেওয়ার পর লোন দেওয়া হয়। সম্প্রতি অনেক চেক ডিজঅনার হবার কারনে ক্রেডিট ইউনিয়নের পক্ষ হতে সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।যার ফলে ইউনিয়নের সদস্যরা সামাজিক, আর্থিক ও মানুষিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এবিষয়ে নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে অনিয়মের তদন্ত চলাকালে নিজের অনিয়ম আড়াল ও তদন্ত কার্যক্রমকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তড়িঘড়ি করে বর্তমান ব্যবস্থাপনা কমিটি আগামী ১৮ জানুয়ারি  নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

এদিকে তদন্ত কার্যক্রম চলাকালে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিরা তদন্তের ফলাফলে প্রভাব ফেলতে পারে যা সমবায় আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নির্বাচন স্থগিত চেয়ে উপজেলা সমবায় কর্মকর্তা, জেলা সমবায় কর্মকর্তা,নির্বাচন কমিশন  ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী একাধিক সাধারণ শিক্ষক সদস্য।

এবিষয়ে ভুক্তভোগী সদস্য মজিবর রহমান বকশি জানান, দীর্ঘদিন থেকে বিগত আওয়ামীলীগ সরকারের দোসররা নির্বাচন ছাড়াই পকেট কমিটি করে সমবায় আইন ও দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সংগঠনটিকে নিজের খেয়াল খুশিমত পরিচালনা করে আসছে। সমবায় আইন অনুযায়ী প্রত্যেক সদস্যকে শেয়ার সার্টিফিকেট প্রদান করার কথা থাকলেও কোন সদস্যকে তারা প্রদান করেনি। বেআইনিভাবে অগ্রিম স্বাক্ষরযুক্ত চেকবহি নিয়ে অধিক সুদে ঋণের কারবার করে অসহায় শিক্ষক-কর্মচারীদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেছে। এবিষয়ে আমরা উপজেলা প্রশাসন ও সমবায় কর্মকর্তার কাছে বারবার অভিযোগ দেয়ার পরে  তদন্ত চলাকালীন সময়ে নির্বাচন আয়োজন করায় আমরা মর্মাহত হয়েছি। অনতিবিলম্বে এই নির্বাচন স্থগিত  করে সমবায় আইন ও দেশের প্রচলিত আইন লঙ্ঘনকারী শিক্ষক হয়রানিকারী ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।


বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড বদরগঞ্জ শাখার চেয়ারম্যান মাহফুজার রহমান এর সাথে মুঠোফোনে করা হলে তিনি জানান, সমবায় আইন সম্পর্কে আমার জানা নেই। তবে আমরা কোন অনিয়ম করিনি।

বদরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হোসনে আরা বেগম জানান,অভিযোগের প্রেক্ষিতে তদন্ত  করেছি।এবিষয়ে তদন্ত প্রতিবেদন ইউএনও স্যারের কাছে জমা দিবো। সমবায় আইন লঙ্ঘন করে এতবছর কিভাবে এই সমিতি কার্যক্রম পরিচালনা করলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমাদের দেখার বিষয় নয়। এটি ঋণ প্রদানকারী সংস্থা "কালব' দেখবে।

রংপুর জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর জানান,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।নির্বাচন স্থগিতের বিষয়ে আমাদের সমবায় অফিসের নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যবস্থা নিবেন। সমবায় আইন লঙ্ঘন হয়েছে কিনা এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, উপজেলা শিক্ষক-কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বদরগঞ্জ শাখার কার্যকরি কমিটির বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউনিয়নের সদস্যরা সাম্প্রতিকালে সাংবাদিক সম্মেলন, পোষ্টারিং করে জনসচেতনতা বৃদ্ধি করেছেন। সেইসাথে ভুক্তভোগী সদস্যরা তাদের অবৈধ কর্মকান্ড বন্ধের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

কেকে/এইচএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না: অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, নারীসহ নিহত ২
দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
টঙ্গীতে গ্রাহকের টাকা নিয়ে উধাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
পরকীয়ার জেরেই স্বামী সন্তানের হাতে বলি স্কুলশিক্ষিকা মিলি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝