বাংলাদেশবিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রিয়াজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপসের সুযোগ নেই। তাই গোটা দেশ ঐক্যবদ্ধ।
ড. জাহিদ আরও বলেন, ভারতের সরকার ও কতিপয় রাজনৈতিক দল বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি দিচ্ছে। ভারত শুধু পতিত স্বৈরাচারকে আশ্রয়ই দেয়নি, সেখানে বসে রাজনীতি করার সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
কেকে/এমআই