নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব ও মিন্টু মিয়া।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, গত রোববার দিবাগত রাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ীতে হামলা ও মোবাইল ছিনতাই হয়। সেই ঘটনায় তাৎক্ষণিক আমরা অভিযান পরিচালনা করে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য মতে, গতকাল রাতে আরও ৩ ছিনতাইকারীসহ ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যারমধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মুঠোফোন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এমআই