শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      
প্রিয় ক্যাম্পাস
বেরোবিতে সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃত্বে তুহিন-রাফি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৮:২৫ পিএম  (ভিজিটর : ৪৮১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থার ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তুহিন রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. রিফাত হোসেন রাফি।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাইমিনুল মাসুদ আলভী, শাহারিয়ার ফেরদৌস স্মরণ, সাজেদুল ইসলাম মোল্লা, মাহফিজ উল আলম, আহসান হাবীব, মাহিন তাশদিদ, হুজাইফা হোসেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রিপন বেপারী, রিয়াদুল ইসলাম পলাশ, ইমরোজ সরকার, মাহিন আহমেদ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন হোসেন, মাহমুদ লিটন, পলাশ আহমেদ। কোষাধক্ষ্য সাদমান সজীব।

ক্রীড়া-বিষয়ক সম্পাদক ফরিন শাহ, সজীব উদ্দিন, সামিউল ইসলাম, শিমুল বিশ্বাস, আফ্রিদি হাসান দিপু। তথ্য বিষয়ক সম্পাদক রুবায়েদ হাসান, জাকির জিম। নারী উন্নয়ন ও নারী বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা লামিয়া, সুমাইয়া স্বর্ণা। শিক্ষা বিষয়ক সম্পাদক সাদমান সাকিব, মাহবুবুর রহমান, ফয়সাল আহমেদ।

প্রচার সম্পাদক আলমগীর সরকার। মানবাধিকার বিষয়ক সম্পাদক দিদারুজ্জামান ও মিঠু। চিকিৎসা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ দিদার। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শামসুল আলম সুজন, তারেক, শাহেদ হাসান, আসিদুল ইসলাম আশিক, আল ওয়াকিম শেখ। সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ রানা।

এছাড়াও কার্যকরী সদস্যবৃন্দ হাসানুর রহমান, সমৃদ্ধ বড়ুয়া, সানজিদ সরকার স্মরণ, দেলোয়ার হোসাইন সাঈদী, শরিফুল ইসলাম, শারিয়ার হাসান লিখন, সাফায়েত হোসেন শুভ, ওমর ফারুক জিহাদ, তাহা মিয়া, আশরাফুল ইসলাম রবু, মান্নান আলী।

সংস্থাটির সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি বলেন, আমাদের সংগঠন ‘সুপ্রভাত’ দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। এই সংগঠনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং আজ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের একটি বড় সম্মান। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে সবাই সমান সুযোগ পাবে, যেখানে কেউ অবহেলিত থাকবে না। আমরা বিশ্বাস করি, একটি মানবিক সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সংস্থাটির সভাপতি মো. তুহিন রানা বলেন, লালমনিরহাটের হাতিবান্ধায় কয়েকজন তরুণ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত, সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থা আজ দেশব্যাপী স্বগৌরবে সমভাবে ব্যাপিত। ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি মানবতার কল্যাণে সর্বদা পাশে থেকেছে। বেরোবিতে সংগঠনটির আত্মপ্রকাশ অক্টোবর ২০২২ সালে প্রথম কমিটি দেয়ার মাধ্যমে। সকলের ভালোবাসা ও সিক্ততায় আজ দ্বিতীয় বার কমিটি দেয়া হয়েছে। উক্ত কমিটিতে গুরুদায়িত্ব সভাপতি পদ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি, গোলাম মাহমুদ ভাইয়ের প্রতি (প্রতিষ্ঠাতা, সুপ্রভাত)। পূর্বের ন্যায় আগামীতেও আত্মমানবতার কল্যাণে সংগঠনটি যথাসাধ্য কাজ করবে ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
জীবননগর সীমান্তে ৬৬লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
অভিনেত্রী নিপুণকে সিলেট বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝