নারায়ণগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে আবারও যৌথ অভিযান চালানো হয়েছে। এসময় নগরীর প্রধান সড়কগুলো হকার দখলমুক্ত করতেও সাঁড়াশি অভিযান চলে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া থেকে এ যৌথ অভিযান শুরু হয়।
কয়েক ঘণ্টা চলে এ অভিযান।অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সেনাবাহিনী অংশ নেয়।
অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, নগরীতে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। যানজটের অন্যতম কারণ হচ্ছে ফুটপাত দখল। হকাররা শুধু ফুটপাত নয়, সড়কও দখল করে বসে আছে। এছাড়াও নগরীতে ব্যাটারীচালিত অটোরিক্সা, মার্কেটগুলোতে পার্কিং ব্যবস্থানা থাকা ও আইনের প্রতি উদাসীনতার কারণে নগরীতে যানজট তীব্র আকার ধারণ করছে।
তিনি জানান, এর আগেও এই যৌথ অভিযান চালানো হয়েছিল। নগরীর প্রবেশমুখে কয়েকটি অবৈধ বাস কাউন্টার ছিল, তা উচ্ছেদ করা হয়েছে। ফুটপাতগুলো দখলমুক্ত করতে পারলে যানজট কমে আসবে।
কেকে/এইচএস