বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ইমন হত্যা মামলায় সাবেক কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাককে জামিন শুনানির জন্য আদালতে আনার সময় ডিম নিক্ষেপ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কোর্ট চত্বরে উপস্থিত হয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালতে অবস্থান করেন।
এ সময় শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে বাধা দেয় এবং গাড়িকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারে। এসময় শিক্ষার্থীদের পুলিশ বাধা দিলে ছাত্রদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ বক্তব্য দিতে রাজি হয়নি। তবে শিক্ষার্থীরা বলেন, লাঠিচার্জ করা পুলিশকে এক ঘণ্টার মধ্যে বরখাস্ত না করলে বড় পরিসরে আন্দোলনের ডাক দেবেন তারা।
এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পি.পি) শফিকুল ইসলাম রিপন বলেন, সাবেক কৃষি মন্ত্রী জামিন শুনানির জন্য কোর্টে আনা হলে জামিন না মুঞ্জুর করে আদালতে পাঠানো হয়েছে। কারাগারে আসামিকে নেয়ার সময় পুলিশকে বাধা দেয়ায় পুলিশ লাঠিচার্জ করেন।
কেকে/এইচএস