জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) প্রীতি ফুটবল ম্যাচ ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে উপাচার্যের সভাকক্ষে প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ড. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন শেখ বলেন, খেলাধুলা মানুষের মননশীলতার বিকাশ ঘটায়। খেলাধুলা সব ধরণের মাদক ও অসৎ কর্ম থেকে মানুষকে বিরত রাখে।
সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, আমরা সবাইকে খেলাধুলার প্রতি আহ্বান জানায়। মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আর সাংবাদিকতা নিয়ে ব্যস্ত থাকো। এর মধ্যেও খেলাধুলায় সময় দিচ্ছো, এর জন্য তোমাদের ধন্যবাদ জানায়। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
এর আগে গত ১৫ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত।
কেকে/এমএস