মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: পলাতক নেতাদের বিলাসী জীবন, অস্তিত্ব সংকটে তৃণমূল আ.লীগ      আন্দোলনে যাবে না বিএনপি      অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব       বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      
গ্রামবাংলা
দুই দেশের উত্তেজনা তুঙ্গে, সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন চান সীমান্তবাসী
সুজন মাহমুদ, রাজীবপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৪ এএম  (ভিজিটর : ৩৩৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৫ আগস্টের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্ক ব্যাপকভাবে অবনতি হয়েছে। দুই দেশের সরকার থেকে শুরু করে রাজনৈতিক পর্যায়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। বর্তমানে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ঘি ঢেলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের গণমাধ্যমের দাবি, সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এর জবাবে ভারতও সীমান্তে ড্রোন মোতায়নের পরিকল্পনা করছে বলে জানিয়েছে মোদি সরকার।

এই পরিস্থিতিতে উত্তপ্ত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরের বাসিন্দারা অতিরিক্ত বিজিবি মোতায়েনের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সম্প্রতি ভারত সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করে এবং নিরাপত্তা আরো কড়াকড়ি করেছে। গভীর রাতে বিএসএফ ক্যাম্পে ট্রাক ভর্তি ভারী অস্ত্র আনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে রৌমারী সীমান্তের বড়াইবাড়ি, বারবান্দা ও বন্দুর চরসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বড়াইবাড়ি সীমান্তবাসী সবচেয়ে বেশি শঙ্কিত। ওই এলাকার বাসিন্দা লাল মিয়া, আব্দুস সালাম এবং সামেজ উদ্দিন জানিয়েছেন, আগে বিএসএফ সদস্যদের সঙ্গে কথা বললে তারা স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাতেন, কিন্তু এখন তাদের আচরণ সম্পূর্ণ পাল্টে গেছে।

তারা আরও জানান, গভীর রাতে বিএসএফ ক্যাম্পে ট্রাক ভর্তি ভারী অস্ত্রশস্ত্র প্রবেশ করতে দেখা যায়। সেই ট্রাকগুলো রাতেই ক্যাম্পে থেকে যায় এবং পরদিন সকালে সেগুলো ক্যাম্প ছেড়ে চলে যায়। এই পরিস্থিতিতে গত দুই রাত ধরে তারা বিজিবির সঙ্গে মিলে সীমান্ত পাহারা দিচ্ছেন। বিজিবি তাদের সর্বদা সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন।

একই এলাকার আবুল কাশেম ও আমজাদ আলী বলেন, ২০০১ সালে সিলেটের পাদুয়া এলাকায় বিএসএফের একটি চৌকি নির্মাণের চেষ্টা বিডিআর সদস্যরা প্রতিহত করেছিল। পরে বিএসএফ বড়াইবাড়ি দখলের চেষ্টা চালায়। কিন্তু মাত্র ৭ জন বিডিআর সদস্যের প্রতিরোধে বিএসএফের বিশাল বাহিনী পরাজিত হয়। সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য বিএসএফ এখনো মরিয়া হতে পারে বলে তাদের ধারণা।

তারা আরো মনে করেন, ২০০৯ সালের পিলখানা ট্রাজেডির মাধ্যমে হয়তো ভারত সেই প্রতিশোধ নিয়েছে। তারপরও বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ানোর চেষ্টা চলছে।

স্থানীয়রা আরো জানান, দুই দেশের শীর্ষ পর্যায়ের সম্পর্ক অবনতির ফলে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাতে তারা ঠিকমতো ঘুমাতে পারছেন না। অনেকেই বিজিবির সঙ্গে মিলে পাহারা দিচ্ছেন। তাদের দাবি, সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হোক।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে সীমান্তবাসীর আতঙ্ক কমছে না।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  দুই দেশের উত্তেজনা   সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পলাতক নেতাদের বিলাসী জীবন, অস্তিত্ব সংকটে তৃণমূল আ.লীগ
সাতক্ষীরায় ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২জন আটক
আন্দোলনে যাবে না বিএনপি
সোনাইমুড়ীতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি
অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close