শীতের আগমনে প্রকৃতির পরিবর্তন হয়ে উঠেছে দৃশ্যমান, পত্রঝরা বৃক্ষের রুক্ষতা শিশিরভেজা ভোর এবং হিমেল বাতাসে ভেসে আসা শীতের বার্তা পৌঁছে গেছে প্রতিটি ঘরের দোয়ারে। তীব্র শীতে বস্ত্রহীন মানুষের কাছে প্রতিটি শীতের রাত যখন হয়ে উঠে সংকট, কষ্ট এবং সংগ্রামের ঠিক তখনই শীতার্থ এসব মানুষের পাশে দাঁড়ান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেছাসেবী সংগঠন ‘কিন’। প্রতিবছরের ন্যায় এবারো শুরু হয়েছে সংগঠনটির শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কিন’র সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইরাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরাম জানান, ‘উষ্ণতার স্পর্শে উন্মেষ হোক মানবতার’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে গত ৫ ডিসেম্বর থেকে সিলেট নগরীর কালিবাড়ি, বাগবাড়ি, উপশহর এলাকা এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন হলে পুরাতন শীতের কাপড় ও আর্থিক সহায়তা সংগ্রহ করা হয়। সংগ্রহ কার্যক্রম শেষে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত বিতরণ কর্মসূচি চলমান থাকবে।’
তিনি আরও জানান, ‘শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহের পাশাপাশি ‘কিন স্কুলের’ শিক্ষার্থীদের জন্য নতুন শীতবস্ত্র কেনার আর্থিক সহায়তাও গ্রহণ করা হয়েছে। কিনের এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠুক এটাই কামনা।’
উল্লেখ্য, শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি কিন’র পাঁচটি উইংসের মধ্যে একটি। এই উইংসের প্রধান লক্ষ্য শীতের সময়ে বাস্তুহারা ও দুঃস্থ মানুষের মাঝে উষ্ণতার পরশ পৌঁছে দেওয়া।
কেকে/এমএস