ঝালকাঠির কাঠালিয়ায় কমিউনিটি চেইঞ্জ গ্রুপ সদস্যদের নিয়ে লিগ্যাল এইড বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডির অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন রুপান্তর এ ওরিয়েন্টশনের আয়োজন করেন। এতে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, যুবপ্রতিনিধি, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন পেশার ৩০ জন কমিউনিটি লিডার অংশ গ্রহণ করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক উপাধ্যক্ষ আবি আব্দুল্লাহ আহসান চুন্নু, রুপান্তরের জেলা সমন্বয়কারী আতাউর রহমান টিপু অংশগ্রহণকারীদের লিগ্যাল এইড বিষয়ক বিভিন্ন ধারনা দেন। প্রজেক্ট অফিসার আজিজুল হক অনুষ্ঠান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।
কেকে/এমএস