নারায়ণগঞ্জের দেওভোগে ছিনতাইকারীদের ছুরির আঘাতে সীমান্ত (২০) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে কলেজের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় দেওভোগের মিন্নত আলী শাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
সীমান্ত নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। হাজী আলম জানান, সকালে কলেজে যাবার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তের ব্যাগ, মোবাইল টানাটানি করে। এসময় তাদের বাধা দিতে গেলে তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, আমরা ইতিমধ্যে সদর থানার ওসির সাথে যোগাযোগ করেছি। এ ঘটনায় আমরা মামলা দায়ের করবো।
তবে নারায়ণগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমেদ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ নিয়ে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেকে/এআর