প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২:৩১ পিএম (ভিজিটর : ২৯২)
ছবি: প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা (নাতি-নাতনি) বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে একই সাথে বাতিল করা হয়েছে। উপাচার্য কোটায় মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ভর্তিতে ২০ টি আসন।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা টেকনিক্যাল কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপাচার্যের প্রস্তাব অনুযায়ী ভিসি কোটায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের ভর্তির সুযোগ বাতিল করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আলি রেজা বলেন, "ভর্তি পরিচালনা টেকনিক্যাল কমিটির আলোচনায় এ সিদ্ধ্বন্তটি গৃহীত হয়েছে। এটি মূলত উপাচার্যের সুপারিশে মুক্তিযোদ্ধার নাতি-নাতনীর ভর্তির সুযোগ ছিলো। সেটিই বাতিলের সিদ্ধান্ত হয়েছে।"
ভিসি কোটা থাকবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "আপাতত ভিসি কোটায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনীরা ভর্তি না নেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ তবে এ কোটা থাকবে৷ পরবর্তী ভর্তি পরিচালনা কমিটির আলোচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
কেকে/এআর