প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৫ পিএম (ভিজিটর : ৩৮৯)
ছবি: মোঃ সাদ্দাম হোসেইন
মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর,
স্বাধীনতার গানে হৃদয় হয় মুখর।
অগ্রহায়ণের শীতের তীব্রতা ঘিরে,
শহীদের রক্ত জ্বলে স্মৃতির তীরে।
সবুজ জমিনে লাল রক্তের চিহ্ন,
স্বাধীনতার সূর্য আজো তেজস্বী দ্যুতি।
শহীদ মিনারে জ্বলুক প্রদীপের আলো,
প্রাণে জাগুক বিজয়ের চিরন্তন ভালো।
শিক্ষা প্রতিষ্ঠানে বাজে স্বাধীনতার গান,
মুক্তির আনন্দে মুখরিত প্রাঙ্গণ।
শিশুরা গাইছে বীরের ইতিহাস,
মহীয়ান বাংলাদেশ-শান্তির প্রকাশ।
আয়োজিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান,
নাচে গানে ভরপুর আনন্দের আসর।
দেশপ্রেমের গল্প শোনায় শিক্ষক,
জাগ্রত হয় মুক্তির প্রত্যয় অম্লান।
শীতল হাওয়ায় লাল-সবুজের পতাকা,
জমাট বাঁধে শহীদের স্মৃতি মন বাঁধা।
আলোয় ভরুক প্রতিটি কুঠির,
তবুও যেন জাগে আরও উন্নতির।
অগ্রহায়ণের শীতের কুয়াশা মাখা,
আজকের দিন যেন বীরের হাসা।
বাংলার মাটি, বাংলার জল,
স্বাধীনতা গর্বের চিরন্তন ফল।
১৬ ডিসেম্বর স্মরণের দিনে,
নতুন প্রত্যয় জাগুক প্রতিটি মনে।
শান্তি-সমৃদ্ধির শপথ হোক পুণ্য,
তবেই তো শহীদদের স্বপ্ন হবে পূর্ণ।
মোঃ সাদ্দাম হোসেইন
প্রভাষক
চরকালেখান আদর্শ কলেজ