‘চেতনা’ পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) দুপুরে কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ক্ষুদ্রঋণ কার্যক্রম অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
‘চেতনা’ পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা'র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত।
এসময় চেতনা’র নির্বাহী পরিচালক মো. আসিফুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা ইন্টারন্যাশনাল এর সাবেক চিফ অপারেটিং অফিসার মো. এনামুল হক, পাম-পে লিমিটেড এর দক্ষিণ এশিয়া'র আঞ্চলিক পরিচালক জুন যেং ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘চেতনা’ পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা'র প্রতিষ্ঠাতা সভাপতি
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন, র্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইবাদুর রহমান বাদল, কুলিয়ারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রকৌশলী মো. হামিদুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা'র কুলিয়ারচর শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আজহারুল ইসলাম, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আজহার উদ্দিন লিটন, সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. সবুজ মিয়া ও ব্যবসায়ী পলি আহম্মেদ সহ ঋণ গ্রহীতাবৃন্দ।
পরিবেশ, মানব উন্নয়ন, উদ্ভাবনী ও সময়োপযোগী কর্মপন্থার মাধ্যমে ক্ষুদ্র আর্থিক সেবা সর্বোচ্চ স্তরের মান বজায় রেখে সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে চেতনা'র নির্বাহী পরিচালক মো. আসিফুল হক বলেন, চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা একটি অলাভজনক, অরাজনৈতিক, আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। ১৯৯৮ সাল থেকে যাত্রা শুরু করে জুন ২০০০ সাল থেকে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে তার অবস্থান পরিবর্তনের জন্য আর্থিক, সামাজিক ও পরিবেশ বিষয়ে সেবা দিয়ে আসছে চেতনা।
অনুষ্ঠানের শেষের দিকে ২০ জন ঋণগ্রহীতার মাঝে প্রতিজনকে ২০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ হলরুমের বারান্দায় ‘চেতনা’ পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সদস্যদের বিনামূল্যে ওজন, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিরীক্ষা করেন স্থানীয় প্রত্যয় প্রকৃতি হোমিও কানন এর প্রোপ্রাইটার হোমিও চিকিৎসক প্রদীপ কুমার সরকার।
কেকে/এমএস