সময়টা অনুকূলে নেই
প্রতিনিয়ত ভীত শিহরিত
দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায়
চিৎকার করে বলতে পারিনা
এদেশ আমার আমি এই
বাংলা মায়েরই সন্তান।
মায়ের কপালে সিঁদুর
শিক্ষকের স্নেহের শাসন
সব কিছুতেই পরাধীনতার শৃঙ্খল।
একাওরের যুদ্ধ বিধ্বস্ত দেশে শরনার্থী
শিবির থেকে যখন ছোট ছোট সন্তানদের
হাত ধরে বাড়ি ফেরেন আমার বাবা
কিছুই ছিলনা, সাহায্যের হাত বাড়িয়ে
দিয়েছিলেন সৈজদদী কাকা
প্রতি ঈদে নতুন জামা, কাকির হাতের
রকমারি খাবার সবাই মিলে খাওয়া
কই তখন তো কারো ভাবনায় ছিলনা
কে হিন্দু কে মুসলিম!
আমার বিয়ের লাল শাড়িটা হারুণ দাদার দেয়া
যে আমার বড় ভাই আজও।
শ্বশুর বাড়ির শত মুসলিম পরিবারের মাঝে
আমরা এখনও আছি তাদের সবার ভালোবাসায়।
কত মানুষের সাথে রক্তে বাধা আছি
রক্তের সম্পর্কেও না থেকে
কখনও মনে হয়নি আমি হিন্দু বা
মুসলিম সন্তানের মা
আমি যে হাজার চুরাশি সন্তানের মা।
আজ স্বাধীন দেশের মাটিতে প্রাণ খুলে
কথা বলা কত শহীদের আত্মদানে
তারা তো হিন্দু মুসলিম খ্রিস্টান ছিল
কত নারী হয়েছে নির্যাতিতা
কত সন্তান হারা মায়ের আর্তনাদ
তারা তো বাঙ্গালী ছিল
কারো কোন জাত ছিলনা!
তবে কেন আজ জাতের লড়াই?
কেন আজ আমরা একে অপরের হাত ধরে
চলতে ভয় পাই।
কেন বলতে পারবো না এ স্বাধীন দেশ আমার
অহংকার, আমি একজন গর্বিত বাঙ্গালী
এ আমি বাংলা মায়ের সন্তান
আমার আছে মুক্ত চেতনা নিয়ে কথা বলার অধিকার।
পরাধীনতার শৃঙ্খল নয় শাখা সিঁদুরে
একজন পরিপূর্ণা নারীতে প্রকাশিত হব গর্বিত চিত্তে।
এসো আবার ফিরে যাই সেই ফেলে আসা দিনগুলিতে
যখন হিন্দু মুসলিম খ্রিস্টান ছিল একই বৃত্তে ফোটাফুল
দৃঢ় সম্পর্কে গাথা ভালোবাসার বন্ধনে।
কেকে/এমআই