বহিরাগত আঘাত আর অনুতাপে
বুকে বুক মিলিয়ে ভোর ভাঙে পাহাড় ও আকাশ।
আমলকি ঝরা ঘাসে শীতের রোদ
অগ্রহায়ণের ধান রেখে ঘরে
পরিশ্রান্ত কৃষক ঝিমায় উঠানে,
লাঙলের ফলায় লাফিয়ে বেড়ায় শিশিরের ধারাপাত।
বিরোধে ও সংঘাতে মুছে গেছে মাটির নম্র ধার;
মুছেনি তীর্থের অভিলাষ
চর্বিত স্মৃতির ভেতর হারানো ফসল
সর্পিল অন্ধকারে লেগে থাকা মাটির স্বত্ব।
সম্মোহন ও বৈরাগ্যে
ডেকেছে ভালবাসা বিচ্ছেদের আল ধরে,
মাঠ শেষে গেছে ট্রাক শহরের পথে।
শৃঙ্খলে ও অসংযমে
শ্রমিকের নেই মাটি চুরির ভয়,
যতক্ষণ ডিঙা ছিল, ছিল সরিৎ স্বপ্ন
ভিজে পালকের নিঃশ্বাসে ধোঁয়া উঠা কুয়াশা,
জোছনার মালিকানা বোধে নিস্তব্ধ জ্বলে উঠা ছাই
ফুলের কাছে জন্ম চায় বিস্ফোরণের।
কেকে/এমআই